স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলের কৃষকদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নও একদিন ভেঙে চুরমার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওর অঞ্চলে ভারতীয় পাহাড়ী ঢলে কৃষকের ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে উক্ত এলাকাকে রাষ্ট্রীয়ভাবে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, আপনি ভারত, নেপাল সফরে যেতে পারেন, অথচ হাওর অঞ্চলে যেতে পারেন না। যে কৃষকরা এ দেশের প্রাণ তাদের পাশে দাঁড়ান না।

তিনি বলেন, হাওর অঞ্চলের কৃষকদের স্বপ্ন যেমন দু:স্বপ্নে পরিণত হয়েছে, তেমনিভাবে আপনার অবৈধ ক্ষমতাও একদিন গণমানুষের চাপে গণ বিস্ফোরণের মাধ্যমে ভেঙে চুরমার হয়ে যাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর যাওয়ার আগেই হাওর অঞ্চলে দুর্গত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অথচ কী করুণ বিষয় তিনি সেখানে যাননি। আজ আবার তিনি সেখানে না গিয়েই ভুটান গেছেন।

দুদু বলেন, বিএনপি ও ২০ দলীয় জোট ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হাওর অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়ায়নি। আমাদের দলের মহাসচিব ওই অঞ্চল সরেজমিনে দেখে এসে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন। আমরা তার দাবির প্রতি সমর্থন জানাচ্ছি।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি এ এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ প্রমুখ।

(ওএস/এসপি/এপ্রিল ১৮, ২০১৭)