স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বেলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের যেকোনো সময়ের চেয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপিও জনপ্রিয়তা যাচাই করতে পারবে। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আগে দেশের নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে হত্যা করায় বিএনপিকে ক্ষমা চাওয়া উচিত।

হাছান মাহমুদ বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হলেও আগের যেকোনো প্রার্থীর চেয়ে এ নির্বাচনে আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে।

তিনি আরও বলেন, গত রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর চেয়েও বিএনপির কম সংখ্যক প্রার্থী বিজয়ী হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় বিএনপিও কোনো ধরনের অভিযোগ করতে পারেনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী বক্তব্য রাখেন।

(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০১৭)