বাগেরহাট প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সহ-সভাপতি রাশেদা কে চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সুন্দরবন রক্ষায় অনেক আইন করেছে। সরকারের এসব আইন ও নীতিমালা অগ্রাহ্য করে সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্প কলকারখানা গড়ে উঠছে। এটা নিয়ে আমরা আশংকিত। সুন্দরবন আমাদের বিশাল সম্পদ। সে সম্পদকে আমরা মনুষ্য সৃষ্ট কিছু ভুলের কারণে ধ্বংস করে ফেলি এর চেয়ে পরিতাপের বিষয় আর কিছু হতে পারে না। সুন্দরবনকে রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন করতে হবে। উন্নয়নের বিকল্প নেই, সুন্দরবনেরও বিকল্প নেই। নীতিমালা অগ্রাহ্য করে কোন শিল্প কলকারখানা হতে পারে না। সামরিক খাতে প্রতি বছর বরাদ্দ বাড়ানো হচ্ছে। অথচ সুন্দরবন ও উপকূলীয় মানুষের জন্য যদি বরাদ্দ না বাড়ানো হয় তাহলে কোন প্রতিরক্ষা শেষ পর্যন্ত টিকবে না। মোংলার পশুর নদীর ভাঙ্গন ও দূষণ থেকে বানীশান্তা বাজার এবং নদীর দুইপাশের অধিবাসীদের রক্ষার দাবীতে বিকেলে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদা কে চৌধুরী এ সব কথা বলেন।

পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপারস বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল, বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায় ও পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ। সমাবেশে নদী ভাঙ্গনের শিকার বানীশান্তা গ্রামের শত শত নারী-পুরুষ ভাঙ্গনের হাত থেকে জমিসহ সম্পদ রক্ষার সরকারের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

(একে/এএস/এপ্রিল ১৮, ২০১৭)