নওগাঁ প্রতিনিধি : শুক্রবার দুপুরে নওগাঁর ধামইরহাটে আমন ধানের বীজতলার ধান বীজ গুড়িয়ে দেয়াকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে জালাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ প্রতিপক্ষের আঘাতে নিহত হন। মারাত্মক আহত হয়ে ২ মহিলাসহ আরো  ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, এদিন দুপুর ১২টায় উপজেলার ছিলিমগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পূর্ব পাশে কৃষক কফিল উদ্দিন আমন ধান রোপনের জন্য বীজতলায় বীজ বপন করে। প্রতিবেশি ওবায়দুল ইসলামের ছেলে রাসেল কয়েকটি গরু দিয়ে ওই ধানের বীজতলা গুড়িয়ে দিতে থাকে। খবর পেয়ে কফিল উদ্দিনের স্ত্রী জোসনা (২৫) ও তার বোন আমেনা (২২) রাসেলকে বাধা দেয়ায় চেষ্টা করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জোসনার বৃদ্ধ চাচা জালাল উদ্দিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ থাকাতে ঘটনাস্থলে আসে। কিন্তু প্রতিপক্ষ ওয়ায়দুল ইসলামের লোকজন বাঁশের লাঠি ও দরজার চৌকাঠ দিয়ে জালাল উদ্দিন ও তার ভাতিজিদের কে এলোপাথাড়ীভাবে কোপাতে থাকে। এতে প্রতিপক্ষের লাঠির প্রচন্ড আঘাতে জালাল উদ্দিন ও তার দুই ভাতিজির মাথা ফেটে যায়। তাৎক্ষনিক গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জালাল উদ্দিন মারা যায়। মারাত্মক আহত জোসনা ও আমেনাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে ওবায়দুল ইসলাম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বিকেল ৪ টায় এ ব্যাপারে ধামইরহাট থানার ওসি মো. নাজমুল হক বলেন, ঘটনাটি একটু আগেই ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(বিএম/এএস/জুন ২০, ২০১৪)