কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে ফারুক (২৮) এবং সাইদুর রহমান (২৬) নামের আওয়ামী লীগের দুই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে একজন ইউপি সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

ঘটনাস্থল থেকে মুঠোফোনে মুরাদনগর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে রাতে স্থানীয় ইউপি সদস্য আলী আশরাফ ও আলাউদ্দিন আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ কর্মী ফারুক ও সাঈদুর মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে দুইজনের মৃত্যুর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ১৯, ২০১৭)