গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা সদর, শ্রীপুর, এবং কালিয়াকৈর এলাকায় পৃথক ঘটনায় শিশুসহ ৫টি খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে এসব লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর থানার বরমী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে সায়েম মিয়া (১০) নামে এক শিশুর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

বরমী ইউনিয়নের চেয়ারম্যান রাজ্জাক বেপারী জানান, সায়েম বরমী বাজার এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় আল মদিনা প্রি ক্যাডটে স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো সে।

সকালে সায়েমের গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।

এদিকে শ্রীপুর থানার গোসিংগা জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। একই থানার প্রহলাদপুর ইউনিয়নের কদমপুর গ্রাম থেকে মানছুরা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত গৃহবধূর স্বামী খোরশেদ আলমকে আটক করা হয়েছে।

এছাড়া গাজীপুর মহানগরের দেশিপাড়া এলাকায় আলেমন নেছা (৬০) এবং কালিয়াকৈর উপজেলার ডাইনকিনী এলাকা থেকে খালেদা বেগম (২৮) নামে এক নারী পোশাককর্মীর লাশ উদ্ধার করে পুলিশ।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে উপজেলার ডাইনকিনী এলাকার আব্দুর রহমান কলোনির ভাড়াটিয়া মকবুল হোসেনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়।

এরপর সকালে বাড়ির পাশে একটি কাঁঠালবাগানে খালেদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় খালেদার বাবা আব্দুল খালেক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি। ঘটনার পর থেকে তার স্বামী মকবুল হোসেন পলাতক।


(ওএস/এটি/ এপ্রিল ১০, ২০১৪)