স্টাফ রিপোর্টার : রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের ডিসেম্বরে রসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আগামী বছর আরও পাঁচটি সিটিতে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে ইসির।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ জানান, রংপুর সিটি করপোরেশনে চলতি বছরের জুন থেকে আগামী বছরের জানুয়ারির সময়ের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। পরবর্তী সংসদ নির্বাচনের আগে আগামী বছর আরও পাঁচটি ( রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর) সিটি কর্পোরেশন নির্বাচন করতে হবে।

তিনি আরও জানান, ‘তাছাড়া বাই ইলেকশন থাকলে সেগুলোও সংসদ নির্বাচনের আগে করে ফেলব। আর আগের মতো এবারও চার সিটিতে (রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট) সিটিতে একইসঙ্গে নির্বাচন করার পরিকল্পনা এখন পর্যন্ত কমিশনের রয়েছে।’

সূত্র জানায়, ২০১২ সালের ২০ ডিসেম্বর রসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। পরের বছরের ১৫ জুন একসঙ্গে রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট সিটিতে নির্বাচন করা হয়। গাজীপুর সিটি নির্বাচন হয় একই বছরের ৬ জুলাই।

নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশেন নির্বাচনে বিজয়ীরা শপথ গ্রহণের পর প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত এর মেয়াদ। আর মেয়াদ শেষ হওয়ার পূর্বের ১৮০ দিনের মধ্য নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ২২, ২০১৭)