স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, লাকী আখন্দ তার অসংখ্য জনপ্রিয় গানের জন্য সঙ্গীতানুরাগীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তার অবদান দেশের মানুষ কখনোই বিস্মৃত হবে না।

তিনি বলেন, লাকী আখন্দের মৃত্যুতে দেশ হারালো সঙ্গীতজগতের এক প্রতিভাবান গুণীশিল্পীকে যার অভাব সহজে পূরণ হবার নয়। শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এসব কথা বলেন খালেদা।

এর আগে, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আখন্দ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘স্বনামধন্য কণ্ঠশিল্পী লাকী আখন্দের মৃত্যুতে দেশের সঙ্গীতপ্রিয় মানুষের মতো আমিও গভীরভাবে সমব্যথী। লাকী ছিলেন দেশের জনপ্রিয় ও কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম। বহুমুখী প্রতিভার অধিকারী লাকী সঙ্গীতাঙ্গনে যে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তা এক নতুন মাত্রা পেয়েছিল।’

বিএনপি চেয়ারপারসন লাকী আখন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

(ওএস/এসপি/এপ্রিল ২২, ২০১৭)