বিনোদন ডেস্ক : ‘আমাদের দেশের শিল্পীরা অবহেলিত। তারা প্রাপ্ত মর্যাদা পায় না। তাই শিল্পীদের প্রাপ্ত মর্যাদা দেয়ার জন্য সরকারের কাছে আহবান করছি আমি।’ আজ শনিবার সকালে লাকী আখন্দকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ বিদায় জানাতে এসে গণমাধ্যমে এ মন্তব্য করেন দেশবরেণ্য গীতিকার, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার।

তিনি বলেন, ‘শিল্পী ভালো থাকলে, প্রাপ্ত সম্মান পেলে দেশের সাংস্কৃতিক অঙ্গণ ভালো থাকবে। আর সংস্কৃতি ভালো থাকলে সুস্থ পরিবেশ বিরাজ করবে।’

এই জীবন্ত কিংবদন্তি আরও বলেন, ‘খুব কষ্ট নিয়ে শুনতে হয়, দেখতে হয় সারাজীবন শিল্পের সঙ্গে বাস করা মানুষটি চিকিৎসার অভাবে মরছেন হাসপাতালে। খুব আফসোস হয় তখন। একটা দেশের গর্বের পরিচয় তার সংস্কৃতি ও শিল্পীরা। এর কদর করতে জানতে হবে।’

গাজী মাজহারুল আনোয়ারের লাকী আখন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘কী দুর্দান্ত এক প্রতিভা ছিলেন লাকী। যেমনি বড় মনের মানুষ, তেমনি বিরাট মানের শিল্পী। অদ্ভুত রকমের ভালো লাগার সুর তিনি তৈরি করতে পারতেন। নিভৃতচারী ছিলেন। কখনোই আমি তাকে প্রচারের আলোকসজ্জায় দেখিনি। সে কারণে নতুন প্রজন্মের অনেকেই জানতো না লাকী কী ছিলেন, কে ছিলেন! তার মুক্তিযুদ্ধের অংশগ্রহণ, গানের মাঝে বেঁচে থাকার গল্প সবার কাছে আমরাই পৌঁছে দেব।’

লাকী আখন্দের বিদেহি আত্মার শান্তি কামনা করে তার শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানান গাজী মাজহারুল আনোয়ার।

(ওএস/এসপি/এপ্রিল ২২, ২০১৭)