স্বাস্থ্য ডেস্ক : এবার লাল মাংস আহারে কোলন ক্যান্সারের ঝুঁকি রয়েছে বলে অভিমত দিয়েছে বিশ্ববাসীর স্বাস্থ্য নিয়ে ইউএন অর্গানাইজেশন হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রক্রিয়াজাত মাংস হট-ডগ, হ্যাম, বেকন ইত্যাদি আহারে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলে জানান সংস্থাটি। এছাড়া কোলন ক্যান্সারের ঝুঁকি যে কোন ধরনের লাল মাংসেও রয়েছে।

সংস্থাটি এটাও বলেছে মাংস আহারে কোলন ক্যান্সারের ঝুঁকি এতটাই কম যে এ নিয়ে দু:শ্চিন্তার কিছু নেই। তবে এ সংক্রান্ত অন্য একটি অ্যাডভাইজরী কমিটি রেড মিট ও প্রসেসড মিট আহার না করার পক্ষে বলে আসছে।

(ওএস/এসপি/এপ্রিল ২২, ২০১৭)