স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা সংবিধান মানেন না তাদের রাজনীতি করার অধিকার নেই।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, সংবিধান ছাড়া দেশ চলতে পারে না। অসংবিধানিক পথে কেন ক্ষমতায় আসতে চান? বর্তমান সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যত কথাই বলুক, দেশ চলবে সংবিধান অনুযায়ী। সংবিধানে সহায়ক সরকারের কোনো বিধান নেই।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশীয় চিকিৎসক সমিতির জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বর্তমান সরকারের অধীনে আয়োজিত নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন। নির্বাচনের মাঠে নামুন, রেফারি নির্বাচন কমিশন যেকোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। জনগণ যার পক্ষে রায় দেবেন তিনি দেশ পরিচালনার দায়িত্ব পাবেন।

বিএনপির দাবি নাকচ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ পরাজয় মেনে নিয়েছে। জনগণের রায় মেনে নেয়ার অভিপ্রায় আওয়ামী লীগের আছে। কেউ আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী ২০১৯ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি প্রশ্ন রাখেন, জনগণের প্রতি যদি আস্থা না থাকে তাহলে কেন রাজনীতি করেন। কেউ যদি দেশের জনগণের প্রতি আস্থা না রাখে তাহলে সে দোষ তো আমাদের নয়।

দেশিয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবীণ রাজনীতিবিদ ও সংগঠনের উপদেষ্টা পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ এগ্রো-প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. ইউছুফ হারুন ভূঁইয়া, সংগঠনের মহাসচিব মো. হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

(ওএস/এএস/এপ্রিল ২৩, ২০১৭)