অকাল বানে

খেতে সোনার ধান হাড়ালো
স্বপ্ন দেখার তান হাড়ালো,

আজকে চাষী নিঃস্ব;

অকাল বানে সব হারিয়ে
ব্যথার চরে ঠাঁই দাঁড়িয়ে

যায় না ভোলা দৃশ্য!

সুখ পাখিটার নাচ মরেছে
বিষক্রিয়াতে মাছ মরেছে

খুঁজে কিছুই পান না,

কেবল দুখের অাঁহাজারি
বুকটা জুড়ে হাহাকারই,

শেষ সম্বল কান্না!