সিলেট প্রতিনিধি : গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে অনেকটাই থমকে গিয়েছিলো নগরীর স্বাভাবিক জীবনযাত্রা। খুব একটা ঠেকায় না পড়লে বের হতে চাননি কেউ ঘর থেকে। তবে রবিবার সকাল থেকে সেই আগের মতো অবিরাম বৃষ্টি হয়নি সিলেটে। থেমে থেমে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি।ফলে কয়েকদিন ধরে আটকে থাকা নগরবাসী যেনো ফুসরত পেলেন বের হবার। সেই সুযোগে বানভাঙা পানির মতো বেরিয়ে এসেছেন নগরীর রাস্তাঘাটে। সেরে নিতে চাইছেন জমে থাকা কাজগুলো। আর এরই স্পষ্ট প্রভাব পড়েছে নগরীর রাস্তাঘাটে। প্রায় সবকটি পয়েন্ট আর রাস্তায় যানবাহনের চাপ।

সোমবার সকাল থেকে সিলেটের আকাশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টিপাত হচ্ছেনা তেমন একটা। হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। নগরবাসী বেরিয়েছেন তাদের নিত্যদিনের কাজে। সবাই একসাথে বের হওয়ায় নগরীর রাস্তাঘাট গুলোতে দেখা গেছে তীব্র যানজট। যারা সিলেটের বাইরে থেকে নানান কাজে নগরীতে এসে থাকেন তারাও এসেছেন সুযোগ পেয়ে।তার উপর দুদিন ছিলো ছুটি। রোববার সাপ্তাহের প্রথম কর্মদিবস। ছুটির অবসর শেষে মেঘের বিরতি আর আটকে থাকা কজের চাপে সিলেট এখন ব্যস্ত এক নগরী।

বেলা বাড়ার সাথে সাথে দোকানপাঠগুলোতে বেড়েছে ক্রেতাদের ভীড়। রাস্তায় দেখা গেছে লোকজনের আনাগোনা। বড়েছে যানবাহনের চাপ। সব মিলিয়ে সিলেটের সবকটি পয়েন্ট আর রাস্তায় তীব্র যানজট। যানজটের ফলে অনেকেই বিড়ম্বনায় পড়েছেন। তার উপর রাস্তায় জমে থাকা পানি আর ছোপ ছোপ কাদায় নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়।


(টিএ/এসপি/এপ্রিল ২৩, ২০১৭)