সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরে সালথায় গত চারদিনের প্রবল বর্ষণে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। পাশাপাশি বৃষ্টির পানি জমে পাট ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হচ্ছে। বৃষ্টিতে ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে কৃষকরা আর্থিক সংকটে পড়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নের পঁচিশটি গ্রামে জলাবদ্ধতার কারণে অধিকাংশ পাট ও ধান ক্ষেত প্রবল বর্ষণের পানিতে ডুবে গেছে। উপজেলায় গত চারদিনের প্রবল বর্ষণে সবজি মাঠের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার নিম্নাঞ্চলের জলাবদ্ধতার শিকার হয়ে ফসলি মাঠগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খরব পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে পাট, পিয়াজ ও ধান ।

উপজেলার কৃষি কর্মকর্তা মোহা্ম্মাদ বিন ইয়ামিন জানান, প্রবল বর্ষণে উপজেলার নিম্নাঞ্চলের মাঠগুলো পানিতে ডুবে গেছে । বৃষ্টি আরো কয়েকদিন থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।

জেলা আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা সুরজুল আমিন জানান, গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চারদিনে ফরিদপুরে ২০৩ দশমিক সাত মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

(এএনএইচ/এএস/এপ্রিল ২৩, ২০১৭)