মাগুরা প্রতিনিধি : সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মান উন্নয়ন বিষয়ক ‘কাইযেন’ সেমিনার সোমবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা(জাইকা) ও মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এ সেমিনারের অয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য উপদেশনা পরিষদের এনডিসি (অতিরিক্ত সচিব) জায়েদুল হক মোল্যা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিএটিসি’র পরিচালক কাজী হাসান ইমাম।

সেমিনারে জানানো হয়, কাইযেন একটি জাপানী শব্দ। এর অর্থ হচ্ছে অব্যাহত উন্নয়ন। ‘জনসেবার মানোন্নায়ন’ সরকারের কাছে জনগণের একটি সারধারণ প্রত্যাশা। একারনে জনগণের কাছে যথোপুক্ত সেবা পৌছে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের জাতি গঠনমূলক সংস্থাসমূহ সেবার মান উন্নয়নের লক্ষ্যে ‘কাইযেন’ কার্যক্রম শুরু করেছে। সমগ্রিক মান ব্যস্থাপনা বা (টিকিউএম) হচ্ছে জনসেবার মান উন্নয়নের একটি উপায়। প্রতিটি অধিদপ্তরের উপজেলা পর্যায়ের অফিসগুলোতে প্রতি বছর কমপক্ষে একটি করে ক্ষুদ্র উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। একটি বছর একটি প্রকল্প নামে ‘কাইযেন’ কাঠামো গঠনের মধ্যেমে দেশব্যাপি প্রতিবছর ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন বাস্তবায়ত হবে। এতে সেবার মান বৃদ্ধি পাওয়ার পাশপাশি জনগনকে মানসম্মত ও সন্তষজনক সেবা প্রদান আরো নিশ্চিত হবে।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুন্সী মো. ছাদুল্লাহ, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আফিয়া রহমান মুক্তা, তাজিব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ প্রমুখ। সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ডিসি/এএস/এপ্রিল ২৪, ২০১৭)