কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় স্বামী-স্ত্রীসহ সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। সোমবার রাতে কুমিল্লা-নোয়াখালী সড়কের লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি বাস রাত সোয়া ৯টার দিকে জামতলী এলাকায় কুমিল্লাগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন।

পরে দুর্ঘটনায় আহত সিএনজিচালক বাচ্চু মিয়াকে কুমেক হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত অপর তিনজন হলেন লাকসাম উপজেলা সদরের গন্ডামারা গ্রামের আবদুর রাজ্জাক (৪৫), তার স্ত্রী ঝরনা বেগম (৩৩) এবং রাজ্জাকের শাশুড়ি জেবুন নেছা (৬৫)। দুর্ঘটনায় নিহত রাজ্জাকের ছেলে রাজু এবং নিকটাত্মীয় ইসহাককে কুমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম খলিল জানান, ইকোনো পরিবহনের বাসটি আটকসহ দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয়দের সহায়তায় কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ২৫, ২০১৭)