রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর হড়গ্রাম টুলিপাড়া এলাকায় ব্লক রেইড দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল ১০টার দিকে দিকে পুরো এলাকা ঘিরে চলছে এ বিশেষ অভিযান। তবে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলছে এমন খবরে আতঙ্ক ছড়িয়েছে জনমনে। এটি জঙ্গি আস্তানায় অভিযান নয় বলে জানিয়েছে নগর পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, নগরীর ওই এলাকায় ব্লক রেইড চলছে। সকাল ১০টা থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। এর আগে সোমবার দিবাগত রাত ১১টার পর থেকে পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। এরপর সকাল থেকেই ঘিরে ফেলা হয় এলাকাটি।

তিনি আরও বলেন, মুলত: বাসা ভাড়া নিয়ে ছদ্মবেশে সংঘটিত অপরাধ দমনে বিশেষ এ তল্লাশি অভিযান চলছে। এর আগেও বিভিন্ন সময় নগরীজুড়ে এ অভিযান চলেছে। তবে রাতের বেলায় অভিযান চলায় বিষয়টি জনমনে তেমন প্রভাব ফেলেনি। অভিযান শেষে গুরুত্বপূর্ণ কিছু পেলে জানানোর কথাও জানান ওই নগর পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই নগরীর কোর্ট কলেজ সংলগ্ন হড়গ্রাম পূর্বপাড়া থেকে শুরু করে আলিমগঞ্জ এলাকায় পর্যন্ত ঘিরে রেখেছে পুলিশ। এর ভেতরে মানুষ ও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এর আগে বিভিন্ন এলাকায় জঙ্গি আস্তানাগুলোয় এমন অভিযান চালানো হয়েছিল। এতেই আতঙ্ক ছড়ায় জনমনে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

খবর পেয়ে সেখানে ভিড় জমিয়েছেন গণমাধ্যমকর্মীরা। তবে তাদেরকেও ওই এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনী।

(ওএস/এএস/এপ্রিল ২৫, ২০১৭)