কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওরে আগাম বন্যায় বোরো ফসল ডুবে যাওয়ায় এসব এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা কমিউনিস্ট পার্টি ও বাসদ।

মঙ্গলবার দুপুরে শহরের রংমহল সিনেমা হলের সামনের রাস্তায় আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়া, বিভিন্ন ঋণ মওকুফ ও জলাধারের ইজারা বাতিলসহ ৭ দফা দাবি তুলে ধরেন।

জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও জেলা বাসদের সমন্বয়ক অ্যাড. শফিকুল ইসলাম, সিপিবির কেন্দ্রীয় সদস্য ডা. এনামুল হক ইদ্রিছসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/এপ্রিল ২৫, ২০১৭)