রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দেওয়ার দাবিতে রায়পুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ঘণ্টা ব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন পালন করেন।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পৌরসভা চত্বরের সামনের প্রধান সড়কে দু’পাশে দাড়িয়ে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি পালিত করা হয়। এসময় বিরতির কারণে কর্যালয় সেবা নিতে আসা পৌরবাসী চম ভোগান্তিতে পড়ে।

এ সময় বক্তব্য দেন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোছলেহ উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাছেল, সচিব আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী এ,টি,এম সাদেক, ডাঃ আল ইমরান, সহকারি প্রকৌশলী জুলফিকার হোসেন, কর নির্ধারক আনিছুল হক, পরির্দশক রুমানুর রহমান, কর আদায়কারী এজাজ হোসেন প্রমুখ। এছাড়াও মানববন্ধনে শতাধিক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রকণ করেন।


(এমআরএস/এসপি/এপ্রিল ২৬, ২০১৭)