ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় মাদক ব্যবসার দায়ে মা-ছেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন রানীনগর গ্রামের মিল্টন হোসেন ও তার মা রহিমা খাতুন। বুধবার সকালে শৈলকুপার খাস রানীনগর গ্রামে রানী নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিমের অভিযানে বুধবার সকালে দুই মাদক ব্যবসায়ী মিল্টন ও রহিমা খাতুনকে আধা কেজির বেশি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এরপর স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদের ভ্রাম্যমাণ আদালতে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০১৭)