মেসিডোনিয়ায় পার্লামেন্টে হামলা, আহত ১০
আন্তর্জাতিক ডেস্ক : আলবেনীয় বংশোদ্ভূত এক সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচিত করার জের ধরে মেসিডোনিয়ার পার্লামেন্টে ব্যাপক ধস্তাধস্তি ও বিক্ষোভ হয়েছে। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ধস্তাধস্তিতে স্যোসাল ডেমোক্রেট দলের নেতা জোরান জায়েভসহ ১০ জন আহত হয়েছে।
বিক্ষোভকারীরা সবাই প্রাক্তন প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কির ভিএমআরও দলের সমর্থক। তারা নতুন করে নির্বাচন দাবি করছিলেন।
মেসিডোনিয়ার মোট জনসংখ্যার এক চতুর্থাংশ আলবেনীয় বংশোদ্ভূত। জোরান জায়েভ সম্প্রতি আলবেনীয় বংশোদ্ভূতদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বেধেছেন। জায়েভ সরকার গঠনের উদ্যোগ নেওয়ার পরপর মেসিডোনীয় জাতীয়তাবাদীরা রাস্তায় নেমে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। তবে তার সরকার গঠনের প্রচেষ্টা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার জায়েভের জোট তালাত জাফেরিকে স্পিকার হিসেবে নির্বাচন করে। এর জের ধরে প্রায় ২০০ বিক্ষোভকারী পার্লামেন্টের ভেতরে প্রবেশ করে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্টান গ্রেনেড ছোঁড়ে এবং রাজনীতিবিদদের পার্লামেন্টে ভবন ত্যাগ করার সুযোগ করে দেয়।
(ওএস/এএস/এপ্রিল ২৮, ২০১৭)