স্টাফ রিপোর্টার : হযরত শাহ্‌জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭ লাখ টাকার স্বর্ণসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) । আটককৃতের নাম সাইফুল ইসলাম (৪১)। 

শনিবার সকালে কুয়ালালামপুর থেকে বিজি- ০৮৭ ফ্লাইটে বিমানবন্দরে আসা সাইফুল ইসলামের গতিবিধি সন্দেহভাজন মনে হলে এপিবিএন তার দেহ তল্লাশি করে। এসময় তার কাছ থেকে তিনটি স্বর্ণের বার ও একটি স্বর্ণের মোটা চেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮৪৮ গ্রাম। যার মূল্য ৩৭ লাখ টাকা ।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল জানান, শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দরের ১নং ক্যানোপি অতিক্রম করার সময় সাইফুলের হাঁটার ভঙ্গি দেখে সন্দেহ হলে তার দেহে তল্লাশি করা হয়। এসময় চালিয়ে আন্ডার- উইনারের ভেতর থেকে ৮৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। পরে সাইফুলকে আটক করে বিমানবন্দর কাস্টমসে হস্তান্তর করা হয়।

(ওএস/এইচআর/জুন ২১, ২০১৪)