নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌর শহরের সোনাপুর পূর্ববাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয়টি দোকান, তিনটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের সোনাপুর পূর্ববাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে বাবুলের চায়ের দোকান, আলিফ এন্টারপ্রাইজ, আব্দুর রহিম ওয়ার্কসপ, সবুজ স্টেশনারি, সবুজ ইঞ্জিনিয়ারিং, আমজাদ মিয়ার সিএনজি অটোরিকশার গ্যারেজ, একটি মোটরসাইকেল গ্যারেজ, রাজু স্টিল ফার্নিচার আংশিক ও গ্যারেজে থাকা তিনটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল আংশিক পুড়ে যায়। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান।

খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ব্যবসায়ীদের দাবি বেশি হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকার মতো বলে ধারণা করা হচ্ছে। চায়ের দোকানের বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

(ওএস/এইচআর/জুন ২১, ২০১৪)