বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী জেনারেল হাসপাতালের উদ্যোগে গ্রামীণ স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ডা. মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

মত বিনিময় সভায় গ্রামীণ স্বাস্থ্যের উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন প্রধান আলোচক গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ ডা. হোসনে আরা হোসেন। অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য সিদ্দীকুর রহমান ও আবুল কালাম জোয়ার্দার, বনপাড়া পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার, পল্লী চিকিৎসক মো. ময়েজউদ্দিন, আশকান আলী, গোলাম মোস্তফা, সোলায়মান হোসেন প্রমূখ আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে উপজেলার ৩ শতাধিক পল্লী চিকিৎসকসহ গ্রামীণ স্বাস্থ্য কর্মী উপস্থিত ছিলেন।


(ওএস/এসপি/এপ্রিল ২৯, ২০১৭)