সিলেট প্রতিনিধি : পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, পানি নিষ্কাশনের জন্য দেশের সব নদী ড্রেজিং করা হবে। পাশাপাশি হাওরাঞ্চলে পানি প্রবেশ না করার জন্যে বাঁধও নির্মাণ করা হবে। আর এসব কাজে কোনো দুর্নীতি হলে সহ্য করা হবে না। কিছুসংখ্যক স্বার্থান্বেষীদের কারণে জনগণের ক্ষতি হবে সেটা মেনে নেয়া হবে না।

শনিবার সন্ধ্যায় বিশ্বনাথের চাল ধনী হাওর পরিদর্শন শেষে এলাকাবাসী সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাণিসম্পদমন্ত্রী।

তিনি বলেন, এবার যে দুর্যোগ এসেছে, আগে তা কখনও হয়নি। মাত্র চারদিনের মধ্যে বিভিন্ন হাওর পানিতে তলিয়ে গেছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে অনেকটা এগিয়ে নিয়েছে। এ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করার ঘোষণা করেছেন। এখন আর দেশের মানুষ না খেয়ে মরবে না। তাই আবারও আওয়ামী লীগ সরকাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীর সভাপতিত্বে ও জাপা নেতা শফিক আহমদ পিয়ারের পরিচালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাপা নেতা ইয়াহইয়া চৌধুরী এহিয়া।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, জাপা নেতা জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক মমতাজ উদ্দিন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট আবু সাফায়াৎ মো.সাহেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া নদী পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীকে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক ফজল খান ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে স্বারকলিপি প্রদান করেন। এরপর মন্ত্রী উপজেলার চাউল ধনী হাওর পরিদর্শন করেন এবং সন্ধ্যায় স্থানীয় লামাকাজি পয়েন্টে পথসভায় বক্তব্য রাখেন।

(ওএস/এএস/এপ্রিল ২৯, ২০১৭)