লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালনা ফেরিঘাটে মধুমতি নদীতে ৭টি ট্রাক, ২টি পিকআপ ও একটি মাইক্রোবাসসহ ডুবে যাওয়া ফেরীটি ৩ দিনের উদ্ধার করা সম্ভব হয় নি। সরকারি ভাবে উদ্ধার কাজ বন্ধ থাকায় ডুবে যাওয়া ট্রাকের চালক ও মালিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সরকারি উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পর্যন্ত ক্রেন দিয়ে ৪টি ট্রাক উদ্ধার করা হয়। এখনো ৩টি ট্রাক পানির নিচে নিমজ্জিত রয়েছে।

সড়ক ও জনপদের কর্মকর্তা এবং ফেরি কর্তৃপক্ষ জানান, ডুবে যাওয়া ট্রাকগুলোতে রডসহ ভারি মালামাল থাকায় ক্রেন দিয়ে তা উঠানো সম্ভব হচ্ছে না। আগে মালামাল উদ্ধার করতে হবে, তারপর ট্রাকগুলো উঠানো হবে। এদিকে শুক্রবার ট্রাকের চালক ও মালিকদের উদ্যোগে ট্রাক থেকে বিভিন্ন মালামাল উদ্ধার করা হচ্ছে।

প্রসঙ্গত, ছিদ্র ফেরি দিয়ে যানবাহন পারাপারের সময় গত বুধবার রাত ৩টার দিকে মধুমতি নদীতে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাটে পন্টুনের কাছে ছয়টি ট্রাক, দুটি পিকআপ ও একটি মাইক্রোবাসসহ ফেরিটি ডুবে যায়।

(আরএম/জেএ/জুন ২১, ২০১৪)