লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সামাদ ঠাকুর ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক পাশের পর করনীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর মেয়র এডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ শ.ম. আনোয়ারুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু আচার্য্য, শিক্ষক এসএম হায়াতুজ্জামান হায়াত, ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান বিশ্বাস ও ফাউন্ডেশনের সম্পাদক সরদার আ. হাই।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ বোরহানুস সুলতান। সেমিনারে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ,তাদের অভিভাবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

(আরএম/জেএ/জুন ২১, ২০১৪)