টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল প্রেসক্লাবের ২০১৫-১৬ সালের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারন সম্পাদক কবি মাহমুদ কামাল, যুগ্ম সম্পাদক হাবিব খান ও মহিউদ্দিন সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যÿ মো. নাসির উদ্দিন।

শেষে এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

(এনইউ/এসপি/এপ্রিল ৩০, ২০১৭)