মদন (নেত্রকোনা) প্রতিনিধি : সম্প্রতি অকাল বন্যায় ফসল ডুবিতে মদন উপজেলায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ভিজিএফের আওতায় চাল ও নগদ টাকা বিতরনের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে চানগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৪শ টি পরিবারের মধ্যে ৩০ কেজি চাল ও নগদ ৫শ টাকা করে বিতরণ করে জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার হোসেন আকন্দ, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসরিন আক্তার, ইউএনও মোঃ ওয়ালীউল হাসান, ভাইস চেয়াম্যান রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমীক সুপার ভাইজার মোঃ এমএম শামিম, চানগাঁও ইউপি চেয়ারম্যান নুরুল আলম প্রমূখ।

(এএমএ/এসপি/এপ্রিল ৩০, ২০১৭)