বিজ্ঞান ডেস্ক : চাঁদের মাটিতে কারা খুঁড়তে পারে সুড়ঙ্গ? আপাতত এই নিয়েই তর্কে মেতেছেন মহাকাশে প্রাণের সন্ধানে নিয়োজিত মানুষরা। সম্প্রতি ইউএফও দাবি করেছেন, চাঁদের মাটিতে কৃত্রিম সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে একটি গবেষণা থেকে। 

ইউএফও ও মহাকাশসংক্রান্ত ইউটিউব চ্যানেল সিকিওরটিম ১০ এর কর্মকর্তা টাইলার গ্লকনার একটি ওয়েবসাইটে দাবি করেছেন, মহাকাশযান অ্যাপোলো ১৫ থেকে তোলা একটি ছবি থেকে এই সুড়ঙ্গের সন্ধান তিনি পেয়েছেন।

ওপরের ছবিতে একটি ছোট আয়তাকার বস্তু ও তার ছায়াকে দেখা যাচ্ছে। এই বস্তুটিকে পর্যবেক্ষণ করে টাইলার দাবি করছেন, এটি মনুষ্য-নির্মিত এবং এর সঙ্গে চন্দ্রগর্ভের কোনো সুড়ঙ্গর সম্পর্ক রয়েছে। তাঁর মতে, বস্তুটিকে বাড়ির মতো দেখতে লাগছে। চাঁদের মাটিতে এর আগে এমন কোনো বস্তু দেখা যায়নি।

তবে কী করে এবং কেন এমন একটা কাজ মানুষ করতে যাবে, তা নিয়ে মুখ খোলেননি টাইলার।

(ওএস/এসপি/এপ্রিল ৩০, ২০১৭)