চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে রুবেল হোসেন (১৩) নামে এক কিশোর ঘরের ডাবের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার সকালে দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে।

রুবেলের স্বজনরা জানান, রবিবার সকালে রুবেলের পিতা জমিতে ধান কাটতে ও মা পাশের বাড়িতে কাজ করতে যান। এ সময় সে বাড়িতে একাই ছিল। পরে তার মা বাড়িতে ফিরে এসে তার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা ভেঙ্গে রুবেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে রুবেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। রুবেল মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানান তার স্বজনরা।

থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রুবেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

(এসএইচএম/এসপি/এপ্রিল ৩০, ২০১৭)