নিউজ ডেস্ক : খুব প্রয়োজন, অথচ আপনার কল ধরছেন না সে ব্যক্তি! কেননা তার মোবাইল ফোনটি ব্যাগের এত ভেতরে রয়েছে যে রিংটোন শুনতেই পাচ্ছেন না তিনি।

অথবা ভিড় ঠাসা বাসে ফোনটি আপনার পকেটে এমনভাবে রয়েছে যে জরুরি টেক্স মেসেজ কখন এসেছে জানতেও পারেননি।

এ সমস্যার সহজ সমাধান খুঁজে পাওয়া গেছে। আপনার প্রয়োজন একটি ধারণীয়। আংটি। তবে জ্যোতিষের পরামর্শে নয়, সমাধান এনেছে আধুনিক প্রযুক্তি।

মাত্র ১৪৫ ডলারের একটি আংটিই পারে আপনার সমস্যার সমাধান করে দিতে।

প্রথম দেখায় অন্যান্য অলঙ্কারের মতো একটি সাধারণ আংটি মনে হলেও আংটি’র রয়েছে এক বিশেষ সুবিধা।

কেউ আপনাকে কল করলে বা মেসেজ পাঠালে আংটি ভাইব্রেট ও আলোর মাধ্যমে তা জানান দেবে। কেবল কল বা মেসেজই নয়, ই-মেইল, ফেসবুক, ইনসটেগ্রাম বা স্ন্যাপচ্যাট’র নোটিফিকেশন এলেও আংটি জানান দেবে। একইসঙ্গে ভিন্ন ভিন্ন বন্ধুদের জন্য ভিন্ন রঙের আলোও নির্ধারণ করা সম্ভব হবে এ আংটি দিয়ে। ফলে পকেট বা ব্যাগ থেকে মোবাইল বের না করেই আপনি জানতে পারবেন কে আপনাকে ফোন করেছে।

আংটিটি ব্লুটুথের মাধ্যমে মোবাইলের সঙ্গে সংযুক্ত থাকবে এবং কেউ যোগাযোগ করা‍র চেষ্টা করলেই ভাইব্রেট এবং আলোর মাধ্যমে আপনাকে জানান দেবে।

তাই আপনার ব্যাগের যতো ভেতরেই মোবাইল থাকুক না কেন কল মিস হওয়ার আর কোনো সুযোগ নেই।

যেকোনো মোবাইলের পাশাপাশি আইওএস এবং অ্যান্ডরয়েড এ দুই ধরনের অপারেটিং সিস্টেমেও এটি কাজ করতে সক্ষম। একটি বিশেষ অ্যাপসের মাধ্যমে যেকোনো ব্যবহারকারী তার ফোনের সঙ্গে আংটিটি সংযুক্ত করতে পারবেন এবং ভিন্ন বন্ধুদের জন্য ভিন্ন রঙের আলো নির্দিষ্ট করতে পারবেন।

আংটি’র আবিষ্কারক ক্রিস্টিনা মার্কান্ডো বলেন, আমি প্রায়ই ফোন ধরতে পারতাম না, মিস হয়ে যেত। অধিকাংশ সময় ব্যাগের এতো ভেতরে মোবাইল থাকাতো যে বুঝতেই পারতাম না কেউ মেসেজ পাঠিয়েছে।

একদিন আমার হাতের আংটির দিকে তাকিয়ে মনে হলো এর ভেতরে প্রযুক্তি ব্যবহার করলেই তো এ সমস্যার সমাধান হয়ে যায়!

(ওএস/এটিআর/জুন ২১, ২০১৪)