গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপা উপজেলা শ্রমিক লীগের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ১ লা মে আন্তর্জাতীক শ্রমিক দিবস পালিত হয়।

সোমবার সকাল ১০ টায় বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালী-মিছিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী মিছিলটি আ’লীগ অফিস কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আ. লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে আওয়ামী লীগ কার্যালয় আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপত্তিত্ব করেন শ্রমিক লীগের আহবায়ক মোঃ নাসির উদ্দিন এলাহী, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা প্যানেল প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাজী মোঃ মজিবুর রহমান প্যাদা, হাজী মোঃ শাহ জাহান মিয়া, সরদার শাহ আলম, প্রধান বক্তা ছিলেন এ্যাডঃ আঃ খালেক মিয়া, শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ আলমগীর মাঝি, গলাচিপা পৌরসভার ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার মোঃ মনজু প্রমূখ।

উক্ত সভায় বক্তারা শ্রমিকের ন্যায্য মজুরী বাস্তবায়নের লক্ষ্যে সরকারের প্রতি অনুরোধ জানান।

(এসডি/এসপি/মে ০১, ২০১৭)