আন্তর্জাতিক ডেস্ক : দুই ভারতীয় জওয়ানের দেহ ছিন্নভিন্ন করলো পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম।  সোমবার সকালে ভারতীয় সীমান্ত চৌকিগুলিতে আচমকা গোলাবর্ষণের পর মৃত ভারতীয় দুই জওয়ানের অঙ্গচ্ছেদ করে তাদের দেহ ক্ষতবিক্ষত করে তারা। ভারতীয় দুই জওয়ান হলেন, দেশটির সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং বিএসএফের হেড কনস্টেবল। 

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্চের কৃষ্ণগতি সেক্টরে এই অতর্কিত হামলা চালানো হয়।

আধাসামরিক বাহিনীর এক প্রবীণ আধিকারিক এই তথ্য নিশ্চিত করেছেন।

গতমাসে অন্তত সাতবার সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙেছে পাকিস্তান। যুদ্ধের নিয়ম ভেঙে দুই জওয়ানের দেহ বিকৃত করল তারা। পুঞ্চে নিয়ন্ত্রণ রেখার কাছে বিনা প্ররোচনায় তাদের উপরে হামলা চালায় পাক সেনা।

এর আগে ১৭ এপ্রিল নৌসেরা সেক্টরে এবং ১৯ এপ্রিল পুঞ্চে মর্টার সেল ফাটায়। ২০১৬ সালে এ ধরনের ২২৮টি ঘটনা সামনে এসেছিল। এর মধ্যে অন্তত ২২১টি ঘটনা আন্তর্জাতিক সীমা বরাবর।

ভারতীয় সেনা জানিয়েছে, পাকিস্তানের ভাষাতেই তাদের জবাব দেয়া হবে।

এটাই শুধু প্রথমবার নয়, এর আগেও ভারতীয় সেনা জওয়ানদের দেহ বিকৃত করেছে পাকিস্তান। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে সময় ক্যাপ্টন সৌরভ কালিয়ার উপরে বর্বরোচিত অত্যাচার করা হয়েছিল। পরে তার ছিন্নভিন্ন করা হয়েছিল। ২০০৮ সালে গোর্খা রাইফেলসের এক জওয়ানের মুণ্ড কেটে দিয়েছিল পাকিস্তান।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান সেনায় জঙ্গিদের নেয়। তারাই এই ধরনের কাজ করেছে।

(ওএস/এএস/মে ০১, ২০১৭)