যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে আতাউর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আতাউর রহমান মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের কাশেম আলী মোড়লের ছেলে।

মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, মঙ্গলবার ভোররাতের দিকে মণিরামপুর উপজেলার বাড়িয়ালি নামক স্থান থেকে পুলিশ আতাউরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, স্থানীয় গোষ্ঠীগত দ্বন্দ্বে দুই বছর আগে ওই এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই হত্যা মামলার আসামি ছিলেন আতাউর। হত্যাকাণ্ডের পর আতাউর যশোর শহরে থাকতেন। সম্প্রতি তিনি গ্রামে যান। সোমবার রাত ৮টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্রর বাড়িতে যান আতাউর। ঝড়বৃষ্টির মধ্যে রাত সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি ফেরার পথে বাড়িয়ালি নামক স্থানে দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

(ওএস/এএস/মে ০২, ২০১৭)