টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের রাবনা বাইপাসের দরুন এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পাবনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস দরুন এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের এক যাত্রী মারা যায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

(এনইউ/এসপি/মে ০২, ২০১৭)