আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরিয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের উপায় নিয়ে টেলিফোনে আলাপ করেছেন।

ওই টেলিফোনালাপের বরাত দিয়ে ক্রেমলিন জানিয়েছে, দুই প্রেসিডেন্ট আগামী জুলাইয়ে জার্মানির হামবুর্গে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হতে রাজি হয়েছেন।

বিবৃতিতে এ টেলিফোলাপকে গঠনমূলক আখ্যায়িত করে বলা হয়, দুই প্রেসিডেন্ট বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধে পরস্পরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন সিরিয়া ইস্যুতে ট্রাম্পকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং দুই নেতা উত্তর কোরিয়ার উত্তেজনা প্রশমনের ওপর জোর দেন। তারা সিরিয়ার চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিয়ে দেশটির জন্য প্রকৃত শান্তি প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে কাজ করতে সম্মত হন।

এ ব্যাপারে মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীরা সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

(ওএস/এসপি/মে ০৩, ২০১৭)