ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ফরিদপুর কারাগারে রহস্যজনক মৃত্যু হয় ভাঙ্গা পৌরসভার দাড়িয়ারমাঠ মহল্লার শাম শেখের ছেলে আজাদ শেখের (২৭)। আজাদ শেখ আপন চাচা মহম শেখ হত্যার একমাত্র আসামী হিসাবে দীর্ঘদিন ফরিদপুর জেল হাজতে ছিল।

ফরিদপুরের জেল সুপার এস,এম নজরুল ইসলাম জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে ফরিদপুর কারাগারের ৩ নং সেলের দরজার সাথে পরনের লুঙ্গি পেচানো অবস্থায় আজাদ শেখকে দাড়িয়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শনিবার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ অক্টোবর সকাল ১০টার দিকে নিজ বাড়িতে আজাদ শেখ কুপিয়ে হত্যা করে আপন চাচা মহম শেখকে। আরও ২/৩জনকে কুপিয়ে জখম করে। পুলিশ ঐ দিনই আজাদ শেখকে গ্রেফতার করে। এ ব্যাপারে মহম শেখের ছেলে ছাদ্দাম শেখ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
আজাদ শেখের পরিবারের সদস্যরা জানান, আজাদ শেখ মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রথমে নিজের মাকে মারতে থাকলে চাচা মহম শেখ এসে বাধা দেয়। এ সময় চাচাকে কুপিয়ে হত্যা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক সাইফুল আলম জানান, চাচা মহম শেখ হত্যার একমাত্র আসামী আজাদ শেখ। ঘটনার দিন পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারের পর থেকে সে ফরিদপুর জেল হাজতে ছিল।
(এডি/এএস/জুন ২১, ২০১৪)