লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ৫ দিনমজুর রিক্সাচালক পরিবারের পাঁচটি বসতঘর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দেবেপুর গ্রামের আজগ আলী রাড়ী বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রন আনার আগেই আব্দুর ছাত্তার, ইউসুফ, ইসমাইল, ইব্রাহিম ও হাসানের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, দলিলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয় বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ক্ষতিগ্রস্ত ইসমাইল ও তার স্ত্রী মমতাজ বেগম কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন, পাশ্ববর্তী বাড়ীর আলি, মাদক ব্যবসায়ী জামাল, নুরু মিয়া ও জাফর মিজিদের সাথে জমি নিয়ে কয়েক মাস ধরে বিরোধ চলছে। এর জের ধরে ওই জমি ও বাড়ী থেকে উচ্ছেদ করতে গত ৫ দিন আগে মমতাজের গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণলংকারসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে এলাকা ছাড়ার হুমকি দেয় আলি ও মাদক ব্যবসায়ী জামালসহ তার লোকজন। এঘটনায় স্থানীয় সমাজে বিচার না পেয়ে গত রবিবার থানায় লিখিত অভিযোগ দেন মমতাজ বেগমের স্বামী ইসমাইল। ওই অভিযোগের আলোকে পুলিশ উভয় পক্ষকে নিয়ে আগামী শনিবার এক বৈঠকের সিন্ধান্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে আলি, জামাল, নুরু মিয়া ও জাফর মিজি প্রকাশ্যে ৫টি বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এসময় গৃহবধু মমতাজের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসার আগেই ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

এঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, ৫টি বসত ঘরের অগ্নি সংযোগের বিষয়টি থানা মৌখিক ভাবে জানানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমআরএস/এএস/মে ০৩, ২০১৭)