রাজবাড়ী প্রতিনিধি : তথ্য মন্ত্রণালয় ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় পাবলিক সার্ভিস উইক ও জাতীয় বাতায়ন ই-সেবা বিষয়ক প্রেস ব্রিফিং শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন তথ্য অফিসার আলমগীর হোসেন। ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে মাল্টিমিডিয়া প্রজক্টরের মাধ্যমে জেলার ১৪৫টি স্কুলে, ৭৫টি মাদ্রাসায়, ৪১টি কলেজে ও ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করানো হচ্ছে। এছাড়া জেলার ৩২টি ইউনিয়নেই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে তৃণমূলের মানুষ ই-তথ্য সেবা নিতে পারছে।
(এসএসসি/এএস/জুন ২১, ২০১৪)