কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় চাল, ডাল, চিনি, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্য প্রায় অপরিবর্তীত রয়েছে। শনিবার সকালে কুষ্টিয়ার মিউনিসিটিপ্যাল বাজার ঘুরে দেখা যায় নতুন মিনিকেট চাল ৪২-৪৪ টাকা, কাজললতা ৪১-৪৩ টাকা এবং মোটা চাল ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুগডাল ১২০-১৩০ টাকা, মশুর ডাল ১০০-১১০ টাকা, ছোলার ডাল ৭০ টাকা এবং মটর ডাল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খোলা ভোজ্যতেল ১০০-১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনি ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে আলু ২২ টাকা, বেগুণে ৩৫ টাকা, পটল ২৫ টাকা, ভেন্ডি ২০ টাকা, উস্তে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পিঁয়াজ ৩০ টাকা, রসুন ৮০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা এবং দেশি আদা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের দাম প্রায় অপরিবর্তীত রয়েছে। ইলিশ মাছ ৭০০-৮০০ টাকা এবং রুই ২০০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগী ১৫৫ টাকা, দেশি মুরগী ৩৪০ টাকা, খাসির মাংস ৪৪০ টাকা এবং গরুর মাংস ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
(কেকে/এএস/জুন ২১, ২০১৪)