ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পানিতে ডুবে ২ কন্যা শিশু মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উচাখিলা এলাকায়  ব্যবসায়ী মামুন মিয়ার কন্যা তোবা আক্তার (৪) ও গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী মুখলেছ মিয়ার কন্যা সিধু (৫) বাড়ির সামনে একই পুকুরে পড়ে গিয়ে নিহত হয়েছে।

জানা যায়, ২টি শিশুর পরিবার একই বাসায় ভাড়া থাকে। সকালে একসাথে খেলতে বাড়ির সামনে পুকুর পাড়ে চলে আসে। খেলতে গিয়ে দুটি শিশুই পুকুরে পড়ে যায়। পরে তাদের পুকুরে ভাসতে দেখা যায়। পুকুর থেকে তোলে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে মারা যায়।

(এনআইএম/এএস/মে ০৪, ২০১৭)