যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন ও ঝিকরগাছায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সকালে মণিরামপুরে বালুভর্তি ট্রাক ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তাপস কুণ্ডু (৩০) ও কায়েদী আজম বিশ্বাস (১৭) নামে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন সজল (১৭) নামে এক তরুণ। যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাপস কুণ্ডু খুলনার ডুমুরিয়ার উপজেলার বরুনা গ্রামের বিনয় কুণ্ডুর ছেলে আর কায়েদী আজম একই এলাকার মাজিদুল ইসলামের ছেলে। আহত সজল একই এলাকার মুজাফ্ফার বিশ্বাসের ছেলে।

মণিরামপুর থানার এসআই ফিরোজ জানান, ট্রাকটি থানায় আটক আছে। ক্ষতিগ্রস্ত পিকআপটিও উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এদিকে জেলার ঝিকরগাছায় পৃথক বজ্রপাতে দুটি হালের গরুসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর ও বায়সা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার নিশ্চন্তপুর গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে ইউনুস আলী (৪০) ও একই উপজেলার বায়সা গ্রামের তাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (১৬)।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ করিম বলেন, সকালে দুটি গরু নিয়ে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে গরুসহ কৃষক ইউনুস আলী ঘটনাস্থলেই নিহত হন। জসিম বাড়ি থেকে শসা আনতে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

(ওএস/এএস/মে ০৫, ২০১৭)