ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা ও সার্বিক কর্মকান্ড মনিটরিং সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলোয় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, কমিটির আহব্বায়ক ও বিভাগীয় কমিশনার নূর উর রহমান। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সদস্য সচিব প্রকৌশলী শাকিল মাহমুদের কমিটির সঞ্চালনায় প্রকল্পের সার্বিক কর্মকান্ডের চিত্র উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর।

এসময় কমিটির সদস্য রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি এম খুরশীদ আলম বিপিএম, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, কুষ্টিয়ার জেলা প্রশাসক রায়হানুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মইনুল ইসলাম তিতাস, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তলুকদার। প্রকল্পের সদস্য সচিব প্রকৌশলী শাকিল মাহমুদ জানান, সভায় কমিটির সদস্যরা প্রকল্পের নির্মাণ কাজের দ্রুত অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এর আগে কমিটির সদস্যরা প্রকল্প এলাকা ও গীণ সিটি এলাকার চলমান কাজ পরিদর্শন করেন।

(এসকেকে/এএস/মে ০৫, ২০১৭)