নত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে শুক্রবার সকালে ১৯৫ কেজি গাঁজাসহ একটি ট্রাক ও একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। এসময় ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে সদর থানার ওসি আবু তাহের, সদর সার্কেল অফিসের এসআই জয়নুল, এএসআই নুর নবীর নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার সাকুয়া বাজার, পল্লী বিদ্যুৎ এলাকায় ও পৌর শহরের সাতপাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ১৯৫ কেজি গাজা ও ৩১ গ্রাম হিরোইনসহ ১টি ট্রাক ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে।

এসময় নেত্রকোনা সদরের ধরিজাগি গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. খোকন মিয়া (২৪), নেত্রকোনা সদরের বাইশধার গ্রামের হাশেম মিয়ার ছেলে মো. এরশাদ মিয়া (৩২), ট্রাক হেলপার মো. আ. কাদের (১৯), ট্রাক ড্রাইভার আক্কাস (৪৫) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার মানিকদী গ্রামের মৃত মাহতাব উদ্দিন এর ছেলে খোরশেদ আলমকে (২৬) আটক করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আটক খোরশেদের বিরুদ্ধে ৬টিসহ অন্যদের বিরুদ্ধে থানা মাদক আইনে একাধিক মাদকের মামলা রয়েছে।

(ওএস/এসপি/মে ০৫, ২০১৭)