মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে এসএসসিতে শতভাগ সাফল্য অর্জনকারী ৪টি স্কুলকে সম্মাননাসহ বিভিন্ন অনুদান বিতরণ করলেন সাবেক হুইপ নুর ই আলম চৌধুরী লিটন।

শনিবার সকালে শিবচর অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসিতে শতভাগ সাফল্য অর্জনকারী স্কুলকে সম্মাননা ও অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনকারী ভান্ডারীকান্দি উচ্চ বিদ্যালয়, সূর্য্যনগর মাহমুদা নিশাদ বালিকা উচ্চ বিদ্যালয়, বাখরের কান্দি উচ্চ বিদ্যালয় ও উমেদপুর উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্টদের আর্থিক সম্মাননা দেয়া হয়। ১১ জন আর্থিক অস্বচ্ছলদের নগদ টাকা অনুদান দেন।
এছাড়াও উপজেলা মৎস অধিদপ্তরের পক্ষ থেকে ৩০ জন জেলে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ নুর ই আলম চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজ উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বি.এম দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম মিয়া, সাবেক মেয়র মো. আওলাদ হোসেন খান প্রমুখ ।
সাবেক হুইপ বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামীলীগ পদ্মা সেতুর কাজ শুরু করেছে। ২০১৮ সালের মধ্যে এ সেতুর কাজ শেষ করবে।
(এএসএ/এএস/জুন ২১, ২০১৪)