নিতাই সাহা, দুর্গাপুর (নেত্রকোণা) : দুর্গাপুর বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একডেমি মিলনায়তনে একডেমির আয়োজনে কোচ সমাবেশ ও বার্ষিক বিহু উৎসব অনুষ্ঠিত হয়।

শনিবার ‘সংস্কৃতির আলোয় ঘুচাক অন্ধকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালচারাল একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা সুলোচনা সাংমা‘র সঞ্চালনায় ,যুগল কিশোর কোচ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন একাডেমির পরিচালক শুভ্র চিরান, আদিবাসী গবেষক ও লেখক রেভাঃ মনীন্দ্র নাথ মারাক, আদিবাসী নেতা মতিলাল হাজং প্রমূখ। শেরপুর জেলার রাংটিয়া, বারমরী অঞ্চলের ৭৬ জন কোচ সম্প্রদায়ের লোক কোচ সমাবেশ ও বার্ষিক বিহু উৎসবে অংশ নেন।

আলোচনা সভা শেষে কোচ কালচারাল এন্ড ডেভেলাপমেন্ট এসোসিয়েশন, রাংটিয়া, বারোমারি, খলচান্দা কোচ সাংস্কৃতি দল তাদের পরিবেশনা করেন।