সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আব্দুস সালেক এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আব্দুল কাশেম ফকির (৪৫) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া গ্রামের বাসিন্দা।
মামলাসূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ২০০৮ সালে আব্দুল কাশেম ফকির তার স্ত্রী রওশনারাকে বেদম মারপিট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় রওশনারা মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা নুর হোসেন বাদি হয়ে আব্দুল কাশেম ফকিরসহ চারজকে আসামি করে চৌহালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলায় স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আব্দুল কাশেম ফকিরকে দোষী সাব্যস্ত করে দণ্ড ও বাকিদের বেকসুর খালাস প্রদান করে।

(এসএস/এএস/এপ্রিল ১০, ২০১৪)