নওগাঁ প্রতিনিধি : শনিবার বেলা সাড়ে ১১টায় পাবলিক সার্ভিস উইক (২২-২৮ জুন) ও জাতীয় বাতায়ন বিষয়ক প্রেস ব্রিফিং নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের  গণযোগাযোগ অধিদপ্তর ও নওগাঁ জেলা তথ্য অফিসের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন এর সহযোগীতায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. এনামুল হক ও বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজনীন হোসেন ও নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান। প্রেস ব্রিফিংএ জেলার তথ্যসেবার বিস্তারিত তথ্য তুলে ধরেন, নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রিপন কুমার সাহা।

এসময় জানানো হয়, নওগাঁ জেলার ৯৯ টি ইউনিয়নে ৯৯ টি তথ্যসেবা কেন্দ্র আছে। এসব তথ্যসেবা কেন্দ্র থেকে উদ্যোগক্তারা প্রতি মাসে প্রায় ৬ হাজার টাকা আয় করেন। গত মে মাসে জেলার বিভিন্ন তথ্যসেবা কেন্দ্র থেকে মোট ১৩ হাজার ৬৫৮ জন সাধারণ মানুষ সেবা গ্রহন করেছেন। ওই মাসে উদ্যোক্তারা আয় করেছেন ৫ লাখ ৪৭ হাজার ৫৬৯ টাকা। নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
(বিএম/এএস/জুন ২১, ২০১৪)