টাঙ্গাইল প্রতিনিধি : মন্ত্রি পরিষদে অনুমোদিত খসড়া সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে টাঙ্গাইলের বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন।

রোববার দুপুরে টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস, ট্রাক শ্রমিক এবং অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও পৌরউদ্যান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসানুল হক পিটু, সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু, জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাংক লড়ী, মিনি ট্রাক ও পিক-আপ শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া, সাধারণ সম্পাদক ছোবাহান মিয়া ও জেলা অটো রিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

(এনইউ/এসপি/মে ০৭, ২০১৭)